You are currently viewing চকরিয়া ব্লাড ব্যাংকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

চকরিয়া ব্লাড ব্যাংকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

চকরিয়া ব্লাড ব্যাংকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চকরিয়া কলেজে চকরিয়া ব্লাড ব্যাংকের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে CTG BLOOD BANK এর সহযোগীতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, কেক কেটে চকরিয়া ব্লাড ব্যাংকের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। প্রায় ১০০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়। উদ্বোধক ছিলেন চকরিয়া কলেজের অধ্যক্ষ একে এম গিয়াস উদ্দিন। সি আই পি সালাউদ্দীন আহমেদ, CTG BLOOD BANK এর এডমিন দের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম হোসেন,সূর্য দাস,ফরহাদ মোঃ কাউছার, শোয়াইবুল হক চৌঃ, নিশি আক্তার,আক্তার হামিদ,রাজীব দাস, চকরিয়া ব্লাড ব্যাংকের এডমিন দের মধ্যে উপস্থিত ছিলেন আদনান রামীম,আদনান ইসলাম, ইমরানুল ইসলাম,জুহি চৌঃ,জিসান, আসিফুল হাসান,মাইনুল ইসলাম,শামীম, এডিমিন রা বলেন এই স্থানে আগে কখনো হয়নি ব্লাড ক্যাম্পেইন, ওনারা এইবারের মত প্রতি বছর এই ধারা অব্যাহত রাখবেন বলেন আরো বলেন ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টে দেখা যায়, সবধরণের রক্ত দাতা মিলে সারা বিশ্বে প্রতিবছর ৯ কোটি ২০ লাখ ব্যাগ রক্ত সংগৃহীত হয়। এর ৫০ শতাংশ সংগৃহীত হয় উন্নত দেশে যার সারা বিশ্বের জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত নিরাপদ রক্ত পরিসঞ্চালন কর্মসূচী সূত্রে জানা যায়, বাংলাদেশে বছরে প্রায় ছয় লাখ ব্যাগ রক্তের প্রয়োজন। বর্ত্তমানে প্রায় ০৯ লক্ষ ব্যাগ রক্তের চাহিদা বাংলাদেশে এই চাহিদার প্রায় ৭০ শতাংশ পাওয়া যায় আত্মীয়স্বজন ও পেশাদার রক্ত বিক্রেতা থেকে আর ৩০ শতাংশ পাওয়া যায় স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে। এই ৩০ শতাংশ কে ১০০ শতাংশে পরিণত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের কিছু তরুণরা।15128716_1277119318986992_753337488_n