You are currently viewing চন্দনাইশ ছাত্র সমিতির আয়োজনে ওমর সুলতান ফাউন্ডেশন ও “হাছনদন্ডী প্রাণের’৭১”র সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ কর্মসূচি-২০১৭ইং .

চন্দনাইশ ছাত্র সমিতির আয়োজনে ওমর সুলতান ফাউন্ডেশন ও “হাছনদন্ডী প্রাণের’৭১”র সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ কর্মসূচি-২০১৭ইং .

16128325_1348306408534949_1510680983_n

 

 

 

 

 

 

 

 

চন্দনাইশ ছাত্র সমিতির আয়োজনে ওমর সুলতান ফাউন্ডেশন ও “হাছনদন্ডী প্রাণের’৭১”র সহযোগিতাশীত বস্ত্র বিতরণ কর্মসূচি-২০১৭ইং উপলক্ষে গত ১৩ ই জানুয়ারী চন্দনাইশ হাছানদন্ডি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রায় ৫০০ জন কে শীত বস্ত্র হিসেবে কম্বল ও সোয়াটার প্রদান করা হয়। বিতরনের সময় উপস্থত ছিলেন চন্দনাইশ ছাত্র সমিতি র সভাপতি নোমান উল্লাহ বাহার, তানভীর সিদ্দীকি,মোহাম্মদ ইমাদুদ্দীন,আবীর,তাওফীক প্রমুখ। এসময় বক্তারা বলেন সমাজের অসহায় ও দরিদ্র গ্রামীণ জনপথের মানুষদের কে শীতবস্ত্র বিতরণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।