বোয়ালখালীর অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “বোয়ালখালীর কল্যাণে আমরা ” এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং কড়লডেঙ্গা গাউছিয়া তৈয়বিয়া আজিজিয়া হেফজ ও এতিম খানায় সোলার বিতরণ কর্মসূচী গত ২৫ ডিসেম্বর সংগঠনের সভাপতি ইয়াসিন আরফাত সোহেল এর সভাপতিত্বে এবং নূরউদ্দীন মুন্নার সঞ্চালনায় বোয়ালখালী উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন– বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু। প্রধান আলোচক ছিলেন– বোয়ালখালী কল্যাণে আমরা এর প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুর রশিদ বাপ্পি। অতিথি ছিলেন– মাসুদুর রহমান রুবেল, শোয়াইবুল হক চৌধুরী, এ.এস.এম.রাসেল, মুহাম্মদ সাইফুদ্দীন খালেদ, এম.ইয়াছিন চৌধুরী মিন্টু, ফরহাদ মোঃ কায়সার।
২০১৫ সালের ১৬ই ডিসেম্বর মাত্র ৬ জন সদস্য নিয়ে সংগঠনটি গঠিত হয়। বর্তমানের এর কার্যকরী পরিষদ সদস্য ৩৬ জন এবং অনলাইন সদস্য ৫০,০০০ হাজারের অধিক। সংগঠনটি ইতিপূর্বে বোয়ালখালী বিভিন্ন স্থানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, এতিম অসহাদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচী সম্পূর্ণ করেছেন।
