You are currently viewing লোগো ডিজাইন করার কিছু গুরুত্বপূর্ণ টিপস

লোগো ডিজাইন করার কিছু গুরুত্বপূর্ণ টিপস

 

লোগো একটি কোম্পানির পরিচয় বহন করে। সেই সাথে এটি কোম্পানির জন্য সম্পদ হিসাবেও বিবেচিত হয়।

লোগো ডিজাইন করার সময় নিন্মোক্ত বিষইয়ে নজর দেওয়া আবস্যক।

১. খুব বেশি বড় ফন্ট ব্যবহার না করা ।

২. অতিরিক্ত কালার ব্যবহার না করা ।

৩. রাস্টার ইমেজ ব্যবহার না করা ।

৪. খুব বেশি জটিল না করা ।

দেখা যাক বিখ্যাত কিছু ব্রান্ডের ইউনিক কিছু লোগো ও লোগো দ্বারা তারা তাদের ভোক্তাদের কি বার্তা দিচ্ছেন।

বিশ্বের বিখ্যাত কিছু লোগোর বৈশিষ্ট্য

IBM

index

IBM এর লোগোটিতে IBM লিখা হয়েছে একদিক সমান চিহ্নদিয়ে যা দ্বারা IBM এর সমতাকে নির্দেশ করছে ।

LG

lg_logo_new

LG’ইর পন্য সম্পর্ক কম বেশি সবাই পরিচিত । ইলেকট্রনিক্স পন্য নির্মানে তাদের রয়েছে সুখ্যাতি । তাদের রয়েছে অত্যান্ত ইউনিক একটি লোগো ।লোগোটি খেয়াল করলে দেখা যায় একটি হাসি মুখ। ‘G’  হলো মুখটির আবয়ব আর ‘L’ হচ্ছে নাক ।

Amazon

amazon_logo

ই-কমার্স ব্যবসায় প্রতিষ্ঠিত একটি নাম । এই লোগোর নিচে তির চিহ্নটি দ্বারা শুধু ভোক্তার হাসিমুখ বোঝানো হয়নি এর সাথে বোঝানো হয়েছে A to Z অর্থাত্ তাদের কাছে সব পন্যই রয়েছে ।

Unilever

unilever-logo

ইউনিলিভার এর পন্য ব্যবহার করেনি এমন মানুষ হুব কমই আছে ।তাদের U আকৃতি লোগোটির দিকে খেয়াল করলে দেখা যাবে এর ভিতর রয়েছে ২৫ টি আইকন ।যা দ্বারা তারা বুঝাতে চেয়েছে ইউনিলিভার ২৫ টি পন্য তৈরি করে ।

Mobil

mobil-logo

জ্বালানি প্রতিষ্ঠান মোবিলের লোগোতে লাল ও নীল রঙ দেখা নীল রং দ্বারা মূলত বিশ্বস্ততা ও নিরাপদ সেবাদানকে নির্দেশ করে এবং লাল রং দ্বারা জ্বালানির শক্তিকে বোঝায় ।

VAIO

sony-vaio-logo-white-1

ভায়োর লোগোটি এর দিকে খেয়াল করলে দেখা যাবে , তাদের লোগটি দুই ভাগে বিভক্ত । প্রথম অংশ VA এর প্যাচ অংশটি A  দ্বারা Analog এবং দ্বিতীয় অংশের 10  দ্বারা Digital বুঝানো হচ্ছে ।

Northwest Airlines

free-vector-northwest-airlines-logo_090563_northwest_airlines_logo

লোগোটি দুটি বার্তা বহন করছে । এক N এবং ন্যাগেটিভ স্পেস দ্বারা W।দ্বিতীয় বৃ্ত্তের মধ্যে N W দ্বারা compass বোঝানো হচ্ছে ।

 

Somrat Ghosh

https://www.facebook.com/somrat.ghosh.3?fref=ts