পৃথিবীতে মানুষই একমাত্র সংস্কৃতিবান প্রাণী। নিজ নিজ সমাজের অর্জিত নানা আচরণ, যোগ্যতা, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি, আদর্শ, আইন,প্রথা ইত্যাদির এক যৌগিক সমন্বয় হলো সংস্কৃতি। একটি জাতিকে সভ্যতার সোপানে নিয়ে যেতে সু-সংস্কৃতির ভূমিকা অনস্বীকার্য।
একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে সংস্কৃতিকে ধ্বংস করে দেয়া হয়।কৌশলে আমরা সে পথেই হাঁটছি কিনা কিংবা আমাদের হাঁটানো হচ্ছে না তা আমাদের নিজেদেরই বুঝতে হবে। বিজাতীয় সংস্কৃতিকে আমরা নিজের সংস্কৃতিরূপে তুলে ধরছি কিনা তা আমাদের জানা দরকার। তার জন্য আমাদেরকে আমাদের ইতিহাস জানতে হবে, ঐতিহ্যকে চিনতে হবে।
ব্লগবাড়ি চায় মানুষের আত্মগঠনের পাশাপাশি সাংস্কৃতিক বিকাশ। এ লক্ষ্যে আমরা নির্মল বিনোদনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। এসবের মধ্যে শর্টফিল্ম, এনিমেটেড ফিল্ম, সাংস্কৃতিক সন্ধ্যা, মিউজিক ভিডিও, কৌতুক, সাহিত্য আড্ডা, পাঠচক্র ও ম্যাগাজিন প্রকাশ অন্যতম।